ইনসাইড পলিটিক্স

৩১ জুলাইয়ের মধ্যে খালেদার ভাগ্য নির্ধারিত হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া অংশগ্রহণ করতে পারবেন কিনা, তা নির্ধারিত হবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেগম জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রাখলেও আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চে এই মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ঐ বেঞ্চেই বেগম খালেদা জিয়া জামিন পেয়েছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে ড. আখতারুজ্জামানের বিশেষ ট্রাইব্যুনাল জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ঐ রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চে আপিল করেন। একই সঙ্গে বেগম জিয়ার জামিনও চাওয়া হয়। হাইকোর্ট বেগম জিয়াকে জামিন দেয়। কিন্তু সরকার হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। আজ আপিল বিভাগ জামিন বহাল রাখলেও মামলার আপিল নিষ্পত্তির সময়সীমা বেধে দিয়েছে। এখন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। হাইকোর্ট যদি নিম্ন আদালতের সাজা বহাল রাখে কিংবা সাজা কমিয়ে দুই বছর বা তাঁর বেশি সময়ের জন্য পুন: নির্ধারণ করে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া অংশ নিতে পারবেন না। আর হাইকোর্টে যদি বেগম জিয়াকে খালাস করেন কিংবা দণ্ড দুই বছরের নিচে কমিয়ে দেন তাহলে বেগম জিয়া আগামী নির্বাচন করতে পারবেন। তাই ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত হবে বেগম জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ, তিনি নির্বাচন করতে পারবেন কি না।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭