ইনসাইড পলিটিক্স

হারেনি রাষ্ট্রপক্ষও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

বেগম জিয়ার জামিন সংক্রান্ত আপিল বিভাগে আদেশে সরকার এবং বেগম জিয়া কেউই হারেনি। আবার কেউই জিতেনি। এই আদেশে সরকারের এবং দুর্নীতি দমন কমিশনের মূল উৎকণ্ঠার অবসান হয়েছে।

রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের মূল উৎকণ্ঠা ছিল যে বেগম জিয়া জামিন পেলে, এই মামলার নিষ্পত্তি কোনোদিনই হবে না। অ্যাটর্নি জেনারেল বার বার বলছিলেন, বেগম জিয়া এই মামলার বিচারককে প্রলম্বিত করেছেন। ১০ বছর টেনে নিয়ে গেছেন। এখন জামিন পেলে আপিলও ঝুলিয়ে দেবেন। আপিল বিভাগের আদেশে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের এই উৎকণ্ঠার অবসান হয়েছে। তাই আপিল বিভাগের আদেশে রাষ্ট্রপক্ষ খুশি।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ‘মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার আশঙ্কা থেকেই আমরা এই মামলায় বেগম জিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করেছিলাম। এখন আপিল বিভাগ খালেদার আপিল নিষ্পত্তির সময়সীমা বেধে দিয়েছেন। এটা সবার জন্যই বাধ্যতামূলক।’

দুর্নীতি দমন কমিশনও দ্রুত মামলার চূড়ান্ত শুনানিতে খুশি। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলেছেন, ‘আমরা শুনানির জন্য প্রস্তুত।’


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭