ইনসাইড গ্রাউন্ড

মোহাম্মাদ রফিককে বিসিবির আনুষ্ঠানিক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

অবশেষে বাংলাদেশের স্পিন কিংবদন্তি মোহাম্মাদ রফিককে টাইগারদের স্পিন কোচ হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুব দ্রুতই বিসিবির সঙ্গে হতে যাচ্ছে চুক্তি। আর এর প্রতিক্রিয়ায় মোহাম্মাদ রফিক জানিয়েছে, বহুদিন ধরে এমন একটা প্রস্তাবের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সঙ্গে ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দিতেও প্রস্তুত তিনি।

বাংলাদেশকে বদলে দেওয়ার কারিগর গর্ডন গ্রিনিজের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে অন্যান্য সাবেক ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক স্পিনার মোহাম্মাদ রফিকও। আর সেখানেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রফিককে প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের স্পিন কোচ হওয়ার।

রফিকের মতে, তিনি আরও আগে আশা করেছিলেন এই ধরনের প্রস্তাবের কিন্তু দেরীতে আসলেও তাঁর নেই কোনো ক্ষোভ। এই দায়িত্ব কাঁধে নিয়ে দেশকে আরও কিছু দিতে চান এই নামী স্পিনার। তৈরী করতে চান স্পিনারদের পাইপলাইন।

এদিকে জানা গেছে, খুব দ্রতই রফিকের সঙ্গে চুক্তি হওয়ার কথা বিসিবি। প্রাথমিকভাবে কাজের পরিধি হওয়ার কথা বিসিবি হাই পারফরম্যান্স ইউনিট এবং বয়সভিত্তিক দল।


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭