ইনসাইড বাংলাদেশ

প্রথম রোজা শুক্রবার?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

চাঁদ দেখা সমস্ত প্রস্তুতি সম্পন্ন। সবাই ক্ষণ গুনছে রোজার। আগামীকাল থেকেই রোজা হতে পারে। তবে পারিপার্শিক বিবেচনায় রোজা আগামীকাল নয় বরং পরশু শুক্রবার থেকে হওয়ার সম্ভাবনাই বেশি।

সবসময় দেখা যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রমজান মাস বা ঈদ শুরু হয় তার একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ পালিত।  

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে সেখানে রোজা শুরু হচ্ছে। তাই একদিন পর শুক্রবার থেকে বাংলাদেশে প্রথম রোজা শুরু হবে বলেই ধারণা করা হচ্ছে। 

অবশ্য আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রাজধানীর বায়তুল মুকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে।

অবশ্য প্রথম রোজা বৃহস্পতিবার না শুক্রবার তা নিশ্চিত হতে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭