ইনসাইড গ্রাউন্ড

ভদ্রতার তোয়াক্কাই করে না ভারত- ওয়াহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

ক্রিকেট দিন দিন ছোট হয়ে আসছে। বড় ফরম্যাট গুলোতে দর্শক হারাতে বসেছে ক্রিকেট। টি২০ তে যেরকম উপচে পড়া ভীর দেখা যায় দর্শকদের সেটা এখন অনেক সময় একদিনের সীমিত ওভারেও দেখা যায় না। নতুন করে টেস্ট খেলাকে আবারও সবার মাঝে জনপ্রিয়তা করতে ২০১৬ সাল থেকেই অস্ট্রেলিয়া গোলাপি বলে রাতের বেলা টেস্ট আয়োজন করছে।

টেস্ট বাঁচাতে এবারও ভারতকে অনুরোধ করেছিল গোলাপি বলে একটি টেস্ট খেলার জন্য। তবে অস্ট্রেলিয়ার অনুরোধকে সম্মান না জানিয়ে সাফ না জানিয়ে দিয়েছে ভারত। তাঁরা গোলাপি বলে টেস্ট খেলতে ইচ্ছুক নয়।

ভারতের না বলাতে ভীষণ চটেছেন সদ্য অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্ব থেকে অব্যহতি নেয়া মার্ক ওয়াহ। তিনি বলেন, ‘ভারত তো আর দশটা দলের মতন নয়। নিজেদের ইচ্ছা মতন চলা তাঁদের পুরনো অভ্যাস। ভদ্রতার তোয়াক্কাই করে না ভারত’।

তিনি আরও বলেন, ‘টেস্টকে বাঁচাতে দিবারাত্রির টেস্ট একটা ভালো উদ্যোগ। কিন্তু ভারত যেটা করছে সেটা স্বার্থপরতা ছাড়া আর কিছুই না’।

 

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭