ইনসাইড বাংলাদেশ

ঢাকা চট্রগ্রাম মহাসড়কঃ তিন সেতুর কারণে যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনদিন ধরে যানজট অব্যাহত রয়েছে। এই সেতুগুলোর কাছে গিয়ে যানবাহন থেমে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

বেশ কিছুদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে যানজটে অসহনীয় যন্ত্রণা পোহাতে হচ্ছে যাত্রীদের। কুমিল্লা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগার কথা বড় জোর দুই ঘণ্টা, সেখানে এখন সময় লাগছে ‘১০ থেকে ১২ ঘণ্টা।

১৬ মে বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার অংশে যানজট প্রকট আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, চান্দিনার মাধাইয়া, দাউদকান্দির গৌরিপুর, মুন্সিগঞ্জের গজারিয়া, মদনপুর এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে অসংখ্য যানবাহন আটকে আছে।

অতিমাত্রায় যানবাহনের চাপে দাউদকান্দির গোমতী সেতু, মুন্সীগঞ্জের মেঘনা ও নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু কেন্দ্রিক যানজট ক্রমেই বাড়ছে। তিনদিন ধরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে স্থবির হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭