ইনসাইড গ্রাউন্ড

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে ব্যক্তিগত কারন দেখিয়ে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

সাকিব আল হাসানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নেপালের উঠতি লেগ স্পিনার সন্দ্বীপ লামিছানে।

গত বছর হারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবীয় অঞ্চলের অনেক স্টেডিয়াম। স্টেডিয়াম মেরামতে প্রচুর অর্থ প্রয়োজন। অর্থের যোগান দিতেই ৩১ মে লন্ডনে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে।

বিশ্ব একাদশের অধিনায়ক হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান। আর ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট। ওয়েস্ট ইন্ডিজ দলে থাকবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রিরা।

বিশ্ব একাদশে উল্লেখযোগ্য খেলোয়াড়েরা হলেন পাকিস্তানের শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ভারতের দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া। তবে সাকিব না খেললেও বিশ্ব একাদশে খেলছেন তামিম ইকবাল।

 

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭