ইনসাইড গ্রাউন্ড

আবারও পোলার্ড খেললে মুস্তাফিজ কেন নয়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

আজও মুম্বাই একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। কিন্তু ডুমিনির বদলে আবারও দলে জায়গা পেয়েছে কাইরন পোলার্ড।

পোলার্ড আইপিএলের দ্বিতীয় মৌসুম থেকে আছে মুম্বাইয়ের সঙ্গে। এবারও নিলামের আগেই তাকে দলে রেখে দিয়েছিল ফ্রাঞ্চাইজিটি। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন পোলার্ড। ৮ ম্যাচ খেলে প্রায় ১৫ গড়ে করেছেন মাত্র ৭৬ রান।

এদিকে মুম্বাইয়ের হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এই ছয় ম্যাচের পরিসংখ্যান বলছে মোট ২৩.৪ ওভার বল করেছেন দ্য ফিজ। ১৯৬ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। সেরা বোলিং ৩/২৪। ২৮ গড় আর ইকোনমি রেট ৮.৩৪। একটি মাত্র ম্যাচেই উইকেটশূন্য ছিলেন। সেটিও বেঙ্গালুরুর বিপক্ষে।

আর সর্বশেষ ম্যাচে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন। অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে দিয়েছিলেন ৭ রান। এরপর ১৫তম ওভারে মুস্তাফিজকে আবার বোলিংয়ে আনেন রোহিত। এই ওভারটি দারুন করেন ফিজ। মাত্র চার রান দেন এই ওভারে। ১৭তম ওভারে ফিজ তাঁর তৃতীয় ওভার করতে আসেন । ওই ওভারে মুস্তাফিজ এক রান দেন। সেই সঙ্গে একটি রান আউট। আর মুস্তাফিজ তাঁর শেষ ওভার করতে আসেন ম্যাচের ১৯তম ওভারে। ওই ওভারেই ইউসুফ পাঠানের উইকেট নিয়ে হায়দরাবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফিজ। সব মিলিয়ে ৩.৪ ওভারে মুস্তাফিজ ৪.৯০ ইকোনিমিতে ১৮ রানে এক উইকেট নেন। ডট দেন ১২টি। হায়দরাবাদ গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। কিন্তু সেই ম্যাচেও ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় মুম্বাই। হায়দরাবাদ ৩১ রানে ম্যাচটি জিতে নেয়।

আজ ডেথ ওভারে মুস্তাফিজ-বুমরার জুটি কি বিপদজনক হতে পারতো না?

তাই বিপক্ষ দল, উইকেট এবং পরিস্থতি বিবেচনায় অফ ফর্মে থাকা পোলার্ডের খেলাটা কতটা যৌক্তিক মুস্তাফিজের জায়গায়?

 

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭