ইনসাইড ইকোনমি

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে আগামী ৫ জুন। ওই অধিবেশনেই ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশেনের আহ্বান করেছেন।

অধিবেশন শুরুর আগেই স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যসূচি ঠিক করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ওই বৈঠকে অংশ নেবেন।

এ অধিবেশনেই আগামী ৭ জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবার ভোটের বছরে বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার মত হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছেন অর্থমন্ত্রী।

গত ১২ এপ্রিল শেষ হয় সংসদের ২০তম অধিবেশন। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল পাঁচটি।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭