কালার ইনসাইড

তাঁদের আসল নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2018


Thumbnail

আজকে আমরা অক্ষয় কুমারের যে নাম জানি, সেটা নাকি আসল নয়। ফিল্মি স্টারেরা ক্যারিয়ারের শুরুর দিকে তাদের নাম পরিবর্তণ করে। অমিতাভ হোক বা সালমন, হৃতিক বা রজনীকান্ত- এদের আসল নাম আমাদের অনেকেরই অজানা।

ইনকিলাব শ্রীবাস্তবকে চেনেন? অমিতাভ বচ্চনের আসল নাম ইনকিলাব শ্রীবাস্তব। সিনেমায় আসার আগে নিজের নাম অনেকটাই কেটে-ছেঁটে ফেলেছিলেন সালমন খান। ফ্যানেরা সল্লুভাই নামে ডাকলেও সালমনের আসল নাম আব্দুল রশিদ সেলিম সালমন খান!

সুপারস্টার রজনীকান্ত মানেই হাউজফুল দর্শক। রজনীকান্তকে কে না ভালবাসেন। ফ্যান ফলোয়িংয়ের দিক থেকে বলিউডের কারও থেকে কম নন এই দক্ষিণী সুপারস্টার। তবে রজনীকান্তের মরাঠা-প্রেম সম্পর্কে বোধহয় আমরা অনেকেই জানি না। তাঁর আসল নাম শিবাজী রাও গায়কোয়াড়!

অনেকেই জানি না অক্ষয় কুমারের আসল নাম রাজীব ভাটিয়া। সিনেমা ক্যারিয়ার শুরুর আগে রাজীব হরি ওম ভাটিয়া নামেই পরিচিত ছিলেন তিনি। তবে তা বদলে অক্ষয় কুমার হলেও নিজের প্রোডাকশন হাউসের নাম রেখেছেন হরি ওম প্রোডাকশন। হৃতিক রোশন নয়, পরিবারের জানে তাঁর আসল নাম হৃতিক নাগরথ।
বাহুবলীর কারণে দক্ষিনী নায়কের পরচিতি বাংলাদেশেও কম নয়। জানেন কী প্রভাসের আসল নাম কী? প্রভাসের আসল নাম হল ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলপতি।

জ্যাকি শ্রফের মতো টাইগারও নাম পরিবর্তন করে ক্যারিয়ার শুরু করেছেন। জয় হেমন্ত শ্রফকে আমরা টাইগার নামে চিনি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭