ইনসাইড বাংলাদেশ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ চেয়ারম্যানের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2018


Thumbnail

১৭ মে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য দেওয়া হলো:

১৭ মে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন। বাঙালির অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের নব জাগরণের দিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মনে করে এই দিনটি জনগণের ক্ষমতায়নের দিন। কারণ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই বিশ্বে একমাত্র নেতা যার একটি রাজনৈতিক দর্শন রয়েছে। ২০১২ সালে তার বিশ্ব শান্তির দর্শন জনগণের ক্ষমতায়ন জাতিসংঘে সর্বসম্মত ভাবে গৃহীত হয়। এটাই আজ বিশ্বশান্তির একমাত্র দলিল, একমাত্র পথ নির্দেশিকা।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় জনগণের ক্ষমতায়ন দর্শণের আলোকেই। ১৯৮১ সালের এই দিনে তিনি যখন মাতৃভূমির পবিত্র মাটি স্পর্শ করেন তখন এই দেশ ছিল গণতন্ত্রহীন। জিয়াউর রহমানের স্বৈরশাসনে এদেশের মানুষ ছিল অবরুদ্ধ, সংবিধান ছিল বন্দী, মানুষের অধিকার ছিল বুটের তলায় পিষ্ট। ৮১’র এই দিন থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একটি লক্ষ্য নিয়েই কাজ করেছেন তা হলো জনগণের ক্ষমতায়ন, জনগণের অধিকার।

তিনি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।

মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন।

অর্থনৈতিক শৃঙ্খল থেকে জাতির পিতার বাংলাদেশকে মুক্তি দিয়েছেন।

বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সাগর জয় করেছেন।

মহাকাশে উড়িয়েছেন বাংলাদেশের বিজয় পতাকা

বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে অনন্য মর্যাদায়।

শুধু বাংলাদেশের মানুষের নেতা নন তিনি। তিনি আজ বিশ্ব মানবতার কণ্ঠস্বর।

১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি প্রমাণ করেছন তিনি ‘মানবতার নেতা’।

সাগরের চেয়েও বড় তাঁর হৃদয়।

মহাকাশের চেয়ে উন্মুক্ত তাঁর উদারতা।

তিনি জনগণের জন্য উৎসর্গকৃত প্রাণ এক ক্ষণজন্মা মানুষ।

যার চিন্তা, চেতনায় শুধু জনগণের কল্যাণ।

তিনিই তো জনগণের ক্ষমতায়নের রূপকার। এ কারণেই আমরা আজকের দিনটি পালন করছি ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে। ১৭ মে শেখ হাসিনা যদি প্রিয় স্বদেশে না ফিরতেন তাহলে হয়তো বাঙালির মুক্তি হতো না, বিশ্ব মানবতা কাঁদতো।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭