ইনসাইড পলিটিক্স

ঈদের আগেই খালেদার মুক্তি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2018


Thumbnail

বেগম খালেদা জিয়াকে ঈদের আগেই মুক্ত করতে চায় বিএনপি। ঈদের আগে মুক্ত করতে হলে আগামী ২০ দিনের মধ্যে ৬ মামলায় জামিন নিতে হবে বেগম জিয়াকে। গতরাতে বিএনপির আইনজীবীরা বেগম জিয়ার চলমান মামলা নিয়ে এক পর্যালোচনা বৈঠক করে। বৈঠকে কুমিল্লার দুটি মামলায় জামিনের জন্য রোববার থেকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য মামলাগুলোতে সংশ্লিষ্ট আদালতে অবিলম্বে জামিন আবেদন করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপির একজন আইনজীবী বলেছেন, আমরা জানি অধ:স্তন আদালতে বেগম জিয়ার জামিন পাওয়া হবে না। এ কারণে আমরা দ্রুত মামলা উচ্চ আদালতে নিয়ে আসতে চাই।

বেগম জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যে কটা মামলায় বেগম জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এসব মামলা উদ্দেশ্যে প্রণোদিত হাস্যকর এবং হয়রানিমূলক। আমরা কেবল জামিন নয় এসব মামলা বাতিলের আবেদন করবো।’ বিএনপির আইনজীবীরা ছয়টি মামলায় এক সঙ্গে জামিনের জন্য ছয়টি টিম করেছে। এই ছয় টিম ছাড়াও হাইকোর্টে যেন দ্রুত জামিন হয় সেজন্য কাজ করবে খন্দকার মাহাবুব হোসেনের নেতৃত্বে একটি টিম।  


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭