ইনসাইড পলিটিক্স

খালেদার মুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2018


Thumbnail

জিয়া এতিমখানা মামলা হাইকোর্টে চুড়ান্ত নিষ্পত্তির আগে বেগম জিয়ার মুক্তির সম্ভাবনা দেখছেন না রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে এতিমখানা দুর্নীতি মামলার আপিল শুনানী নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এই আড়াই মাস সময়ের মধ্যে ৬ মামলার জামিন পাওয়া অসম্ভব মনে করছেন সরকার পক্ষের কৌশলীরা। অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বলেছেন, ‘ছয় মামলায় বেগম জিয়াকে প্রথমে নিম্ন আদালতে যেতে হবে। নিম্ন আদালত যদি জামিন দেয়, তাহলে সরকার তাঁর বিরুদ্ধে আপিল করবে। আবার নিম্ন আদালত যদি জামিন না দেয়, তাহলে বেগম জিয়ার আইনজীবীরা তার বিরুদ্ধে আপিল করবে। এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার।’ অ্যাটর্নি জেনারেল মনে করেন, জিয়া এতিমখানা মামলার যে মেরিট তাতে হাইকোর্ট তাঁর সাজা বহাল রাখবে। তিনি বলেন, ‘আইনজীবী হিসেবে এই মামলায় আমি বেগম জিয়ার খালাসের কোনো সম্ভাবনা দেখি না।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার মনে হয়, বেগম জিয়ার মুক্তির আপাতত: কোনো সম্ভাবনা নেই।’


বাংলা ইনসাইডার/ডিকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭