ইনসাইড বাংলাদেশ

তারপরেও দাম বাড়লো!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2018


Thumbnail

পর্যাপ্ত মজুদ আছে তাই রমজান মাসে মূল্যবৃদ্ধি পাবে না বলে জানিয়েছিল সরকার ও ব্যবসায়ীরা। তারপরও রোজার আগেই বেড়েছে নিত্যপণ্যের দাম। ছোলার দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বেড়েছে বিভিন্ন ডাল ও চিনির দাম।  

রাজধানীর কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিকেজি ছোলা প্রকারভেদে ৭৫ থেকে ৮৫ টাকায়, খেসারি ডাল ৫৮ থেকে ৬৫ টাকা, মুগ ডাল ১৩০ থেকে ১৪০ টাকা ও মসুর ডাল ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে মানভেদে কেজিতে ৬০ থেকে ৬৬ টাকায়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্প্রতি বলেছিলেন, ‘এবার পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে নিত্যপণ্যের সংকট হবে না। ফলে কোনো পণ্যের দাম বাড়বে না।’

বাণিজ্যমন্ত্রীর এই আশ্বাসের পরও বেড়েছে নিত্যপণ্যের দাম। রোজায় যেসব পণ্য বেশি চলে তার দাম গত কয়েকদিন ধরে বেড়েছে। ছোলার কেজি ৭০ টাকা ছিল এখন ৭৫ টাকা। অন্যান্য ডালও কেজিতে চার-পাঁচ টাকা বেড়েছে।

কারওয়ান বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আবু রায়হান সিদ্দিকি বলেন, ‘সরকার যত কথাই বলুক রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়াবেই এটাই হল আসল কথা।’

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭