ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2018


Thumbnail

রাশিয়া বিশ্বকাপকে মাথায় রেখে ইতিমধ্যে আর্জেন্টিনা দল তাঁদের প্রস্তুতি শুরু করেছে। কোচ হোর্হে সাম্পাওলির অধীনে বুধবার থেকে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা।

১৯৮৬ সালের পর থেকে আর্জেন্টিনা আর কোন বিশ্বকাপ জয় লাভ করতে পারেনি। ৮৬ সালের পর কেটে গেছে ৩২ বছর। গত বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা হাতে তুলে নিতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে জার্মানির কাছে গোল খেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে আর্জেন্টিনা দল।

তবে এবার রাশিয়া বিশ্বকাপে সেই আক্ষেপটা ঘুচাতে চায় দুইবারের চ্যাম্পিয়নরা। ইতিমধ্যে মেসি ধারনা করছে ‘ঈশ্বরের তাঁর জন্য একটি বিশ্বকাপ রেখেছে’।  

তবে সেই অধরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে এবারের আর্জেন্টিনা দল যে মুখিয়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। স্বপ্নকে বাস্তবে পরিনত করতে এখন থেকেই কঠোর অনুশীলন শুরু করে দিয়েছে আর্জেন্টিনার দল।

 

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭