ইনসাইড গ্রাউন্ড

ভিলিয়ার্স-মঈনের ঝড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুর বড় সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2018


Thumbnail

`ডু অর ডাই` ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে বেঙ্গালুরু। দলের পক্ষে এবি ডি ভিলিয়ার্স করেছেন সর্বোচ্চ ৬৯ রান। আর মঈন আলীর সংগ্রহ ৬৫ রান।

প্রথম ওভারেই ব্যক্তিগত ১ রান করা প্যাটেলকে তুলে নিয়ে শুভ সূচনা করে হায়দরাবাদ। প্যাটেল সাজঘরে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন বেঙ্গালুরুর অন্যতম ভরসার প্রতীক অধিনায়ক কোহলি। কিন্তু কোহলিকে মাত্র ১২ রানে রশিদ খান বিদায় করে দিলে বিপদে পড়ে বেঙ্গালুরু।

দলের বিপদে হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলী। দুইজনের দুর্দান্ত অর্ধশতকে বড় সংগ্রহের দিকে অগ্রসর হতে থাকে বেঙ্গালুরু। এবি ডি ভিলিয়ার্স ৩৯ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ঝড়ো ইনিংস খেলেন। এবি আউট হওয়ার এক বল পরেই রশিদ খান মঈন আলীর উইকেটও তুলে নেয়। মঈন ৩৪ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস দলকে উপহার দেন। ইনিংসের শেষের দিকে এসে হাল ধরেন গ্র্যান্ডহোম। হোমের ১৭ বলে ৪০ রানের উপর নির্ভর করে বেঙ্গালুরু ২০০ রান পার করতে সক্ষম হয়।

হায়দরাবাদের পক্ষে রশিদ খান ৩ উইকেট নেন। এছাড়া সন্দ্বীপ নেন ১ উইকেট। সাকিব ৪ ওভারে ৩৫ রান দিয়েছেন। অবশ্য আজ কোনো উইকেট পাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭