ইনসাইড পলিটিক্স

চুপসে গেছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/05/2018


Thumbnail

খুলনা সিটি নির্বাচনের পর চুপসে গেছে জাতীয় পার্টি। এই নির্বাচনে জাতীয় পার্টি এস. এম. মুশফিকুর রহিমকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিল। মুশফিক ভোট পেয়েছেন মাত্র ১,০৭২। জাতীয় সংসদে বর্তমানে প্রধান বিরোধী দল এবং দেশের তৃতীয় বৃহত্তম দল বলে দাবিদার জাপার এই বিপর্যয়ে হতবাক এরশাদ নিজেও। ক‘দিন আগেও এরশাদ আগামী নির্বাচনে জয়ী হবার আশাবাদ ব্যক্ত করছিলেন। জাপার সঙ্গে জোট করলে ৭০ আসন আর ১২ মন্ত্রিত্ব ও দাবি করেছিলেন। বিএনপির সঙ্গেও আসন নিয়ে দরকষাকষি করছিলেন। কিন্তু খুলনার ফলাফল জাতীয় রাজনীতিতে এরশাদকে আবার কৌতুকে পরিণত করেছে। এই নির্বাচনের মাধ্যমে জাপা যে একটি আঞ্চলিক দল তা প্রমাণ হয়েছে বলেও অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। বৃহত্তর রংপুর আর সিলেট অঞ্চলের কিছু অংশ ছাড়া জাতীয় পার্টির যে সারাদেশে কোনো প্রভাব নেই খুলনার নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে। এর ফলে নির্বাচনের আগে জাপার দাম কমে গেলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অবশ্য জাতীয় পার্টি কো-চেয়ার জি. এম. কাদের বলেছেন, ‘খুলনায় ফল বিপর্যয় দুঃখজনক। তবে এটা প্রমাণ করে না যে, জাতীয় পার্টি সারাদেশে জনপ্রিয়তা হারিয়েছে।’ তিনি অবশ্য স্বীকার করেন, ‘জাতীয় পার্টি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন না করায় এই ফল বিপর্যয় হতে পারে।’


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭