ওয়ার্ল্ড ইনসাইড

প্রহসনের ভোটে ভেনেজুয়েলায় ফের মাদুরো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2018


Thumbnail

ভেনেজুয়েলার নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন। অবশ্য বিরোধীরা এ নির্বাচন বর্জন করে বলেছে, এটি প্রহসনের নির্বাচন। ব্যাপক কারচুপিরও অভিযোগ করেছেন বিরোধীরা।

স্থানাীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ব্যাপক অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যেও ভেনেজুয়েলার নির্বাচনে ৪৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান তিবিসে লুচেনা জানিয়েছেন, নির্বাচনে মাদুরো পেয়েছেন ৬৭ দশমিক ৭ শতাংশ (প্রায় ৫৮ লাখ) ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্যালকন পেয়েছেন ২১ দশমিক ২ শতাংশ  (প্রায় ১৮ লাখ) ভোট। সরকারের পক্ষ থেকে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়াকে অবৈধ দাবি করে ফল পত্যাখান করেছেন হেনরি ফ্যালকন। ভেনেজুয়েলায় নতুন করে নির্বাচনের দাবি করেছেন তিনি।

বিরোধীদের মতোই যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার ফল প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই ফলাফলকে স্বীকৃতি দেবে না তারা।

জানা গেছে, চলতি বছর ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে নির্বাচন এগিয়ে নেওয়া হয়। তাদের বিভাজনের সুবিধা নিতেই সরকার এ কাজ করে বলে দাবি বিরোধীদের।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭