কালার ইনসাইড

প্রিয়াঙ্কা বাংলাদেশে, গেলেন রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2018


Thumbnail

আজ ২১ মে, সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঢাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

জানা গেছে, জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন।

আর এখবর প্রিয়াঙ্কা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের যত্নের প্রয়োজন, আমাদের যত্ন নিতে হবে।’

বাংলাদেশ সফরে দুই দিন অবস্থান করবেন এই বলিউড তারকা। আজ সোমবার দিনব্যাপী প্রিয়াঙ্কা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো ‍ঘুরে দেখবেন। দুই দিনের এই সফরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বেশ কিছু কর্মসূচীতেও যোগ দিবেন তিনি।

এর আগে প্রিয়াঙ্কা গত বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন। এক অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। শরণার্থীদের বিষয়ে বলেছিলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

যুক্তরাজ্যে বান্ধবী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারির বিয়েতে অংশ নেওয়ার পর সেখান থেকে সারাসরি বাংলাদেশে আসেন এই অভিনেত্রী।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭