কালার ইনসাইড

‘বাহুবলী’কে টেক্কা দিতে আসছে ঋত্বিকের নতুন ‘কৃষ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2018


Thumbnail

বলিউডের রেকর্ড গড়া ছবি বাহুবলীকে টেক্কা দেবে ঋত্বিকের পরবর্তী ছবি ‘কৃষ ৪’ এবং ‘কৃষ ৫’। কৃষ সিরিজের আসন্ন এই ছবিগুলো বাহুবলীর বাজেটকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ঋত্বিকের বাবা পরিচালক রাকেশ রোশন।

এর আগে ঋত্বিক অভিনীত ‘কৃষ ২’ এবং ‘কৃষ ৩’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘কৃষ’ সিরিজের পরবর্তী ছবিতে থাকবে উন্নত প্রযুক্তির ছোঁয়া।

জানা যায়, রাকেশ রোশন তাঁর ‘কৃষ ৪’ এবং ‘কৃষ ৫’ একসঙ্গে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমকে রাকেশ রোশন জানান, ‘কৃষ সিরিজের ছবিগুলো ঋত্বিকের কাছে একটা ভিন্ন বিষয়। এই সিরিজের আরও কয়েকটি ছবি নিয়ে সে আগ্রহী। তাই একইসঙ্গে দু’টি সিনেমা তৈরি করার কথা ভাবছি। এবার ওই সিনেমা বাহুবলী-র মতোই একইসঙ্গে তৈরি হবে। যেভাবে পরিচালক রাজামৌলি ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর সময়ই ‘বাহুবলী: দ্য কনক্লুসন’-এর ঘোষণা করে দিয়েছিলেন।

‘কোই মিল গ্যায়া’ ছবির সিক্যুয়েল হিসেবে ২০০৬ সালে ‘কৃষ’ সিরিজ শুরু হয়েছিল। দারুন ব্যবসায়িক সাফল্য পেয়েছিল ওই সিনেমা। এরপর ২০১৩ সালে আসে ‘কৃষ ৩’ সিনেমা। বক্স অফিসে ছবিটি সব মিলিয়ে মোট ৩৭৪ কোটি রুপি আয় করে।

এই ধারাবাহিকতায় রাকেশ রোশন বক্স অফিসে নিয়ে আসতে চান ‘কৃষ ৪’ ও ‘কৃষ ৫’। তাঁর এই প্রয়াস কতটা সফল হয়, সেটাই এখন দেখার পালা।

বাংলা ইনসাইডার/ এইচপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭