ইনসাইড গ্রাউন্ড

পার্পেল-অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2018


Thumbnail

একাদশের আইপিএলে গতকালের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্যায়ের সব ম্যাচ। এবারের আসরের প্লে অফে খেলবে চারটি দল। হায়দরাবাদ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় হয়েছে চেন্নাই সুপার কিংস। তৃতীয় হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চতুর্থ দল হিসেবে জায়গা হয়েছে রাজস্থানের।

গ্রপ পর্বে প্রত্যেকটি দল এখন পর্যন্ত ১৪ টি ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছে রিশাভ পান্ত। এখন পর্যন্ত তিনি ৫২.৬১ গড়ে ৬৮৪ রান তুলতে সক্ষম হয়েছে। যা এখন পর্যন্ত এবারের মৌসুমে সর্বোচ্চ। কিন্তু তাঁর দল দিল্লি প্লে অফ নিশ্চিত করতে না পাড়ায় তাঁর হাতে আর কোন ম্যাচ বাকি নেই।

পান্ত থেকে মাত্র ২৩ রানে পিছিয়ে রয়েছে হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৬০.০৯ গড়ে করেছেন ৬৬১ রান।

উইলিয়াম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকেশ রাহুলের থেকে ২ রানে এগিয়ে থাকলেও লোকেশের দল পাঞ্জাব ইতিমধ্যে আইপিএল থেকে ছিটকে পড়েছে। সেই হিসেবে উইলিয়ামের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে চেন্নাইয়ের আম্বাতি রাইডু। রাইডু উইলিয়াম থেকে ৭১ রানে পিছিয়ে রয়েছে। সেই হিসেবে উইলিয়ামসনের সম্ভবনা রয়েছে এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ জয় করার।

এ দিকে পার্পেল ক্যাপের বিজয়ী কে হতে যাচ্ছেন তা আসলে অনেকটাই নিশ্চিত। কেননা ১৪ ম্যাচে এন্ড্রু টাই ২৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছে। যদিও তাঁর দল পাঞ্জাব এবারের মৌসুম থেকে বাদ পড়ে গিয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী উমেস যাদব। তিনি ২০ উইকেট নিয়েছেন । তবে তাঁর দল বেঙ্গালুরুও বাদ এবারের মৌসুম থেকে। এক মাত্র সুযোগ যাদের রয়েছে তাঁরা রয়েছেন তালিকার ছয় ও সাতে। হায়দরাবাদের দুই বোলার সিদ্ধার্থ কউল ও রশিদ খানের রয়েছে পার্পেল ক্যাপ জেতার সম্ভনা। তবে তাঁদেরকে অসম্ভবকে সম্ভব করতে হবে। দুইজনের উইকেট যথাক্রমে ১৭ ও ১৬। তাঁদের হাতে রয়েছে এখনও কমপক্ষে দুইটি ম্যাচ। সেই হিসেবে তাঁদেরকে ভাঙতে হবে ২৪ উইকেটের রেকর্ডটি।   

 

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর

  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭