ইনসাইড গ্রাউন্ড

ইকার্দিকে ছাড়াই আর্জেন্টিনার ২৩ সদস্যের পূর্ণ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2018


Thumbnail

মাত্র এক সপ্তাহ আগেই রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। এবার অনেকটা চমক দিয়েই ২৩ সদস্যের পূর্ণ দল ঘোষণা করল আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি।

আজ ঘোষিত মূল স্কোয়াডে আছেন জুভেন্টাসের পাওলো দিবালা কিন্তু নেই ইন্টার মিলানে খেলা মাউরো ইকার্দি। অথচ ধুঁকতে থাকা ইন্টারকে চ্যাম্পিয়নস লিগে তোলার পেছনে ইকার্দির ভূমিকা অনেক। সিরি আ’তে ৩৪ ম্যাচে ২৯ গোল করা ইকার্দির সুযোগ না পাওয়াটা তাই দুর্ভাগ্যজনক।

বিশ্বকাপে গ্রুপ ডি’তে আছে আর্জেন্টিনা। এই গ্রুপের অন্য তিন দল- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ২৩ জনের স্কোয়াড

গোলরক্ষক: সার্জিও রোমেরো, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো।

রক্ষণভাগ: গ্যাব্রিয়েল মারকাদো, ফেডেরিকো ফ্যাজিও, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো।

মধ্যভাগ: এভার বানেগা, জাভিয়ার মাশ্চেরানো, এডুয়ার্ডো সালভিও, লুকাস বিলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা, মার্কোস অ্যাকুনা।

আক্রমণভাগ: লিওনেল মেসি, ক্রিস্টিয়ান পাভোন, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭