ইনসাইড পলিটিক্স

জাহাঙ্গীরকে প্রধানমন্ত্রীর ৭ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2018


Thumbnail

গণভবনে ডেকে গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী জাহাঙ্গীর আলমকে রাজনীতির পাঠ দিলেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রী ডেকে পাঠান। এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, ফারুক খান, জাফর উল্লাহ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরে সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে। নির্বাচনী প্রচারণায় দলের এক বড় অংশ নিষ্ক্রিয়। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজেই এই সংকট সমাধানের দায়িত্ব নিয়েছেন। গতকালের বৈঠকে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমন্বয়হীনতার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে জাহাঙ্গীর আলমকে সাতটি উপদেশ দেন। প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘যদি রাজনীতি করতে চাও, তাহলে এই পরামর্শগুলো মনে রেখো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাতটি উপদেশ জাহাঙ্গীর আলমকে দিয়েছেন সেগুলো হলো:

১. শুধু টাকা দিয়ে রাজনীতি হয়না, রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে।

২. রাজনীতি একা করা যায়না, সবাইকে নিয়ে করতে হয়।

৩. কর্মীদের তুচ্ছ বা অবজ্ঞা করে নয়, তাদের সম্মান করে নেতা হতে হয়। তারা যেন নেতার জন্য সবকিছু ত্যাগ করতে পারে।

৪. কাউকে বাদ দিলে শক্তি ক্ষয় হয় এবং তাঁকে সঙ্গে নিলে শক্তি বাড়বে।

৫. কেউ বিরোধিতা করলে, আগে বুঝতে হবে কেন সে বিরোধিতা করছে। বিরোধিতার কারণ না জেনে পাল্টা ব্যবস্থা বোকামি।

৬. নেতা হতে গেলে আগে অন্যের কষ্ট বুঝতে হবে।

৭. নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার আগে শোনো, তোমার কর্মীও একটা ভালো পরামর্শ দিতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আজমত উল্লাহ সহ বিভিন্ন প্রসঙ্গ টেনে এসব পরামর্শগুলো দেন। জাহাঙ্গীর আলমও প্রধানমন্ত্রীকে অঙ্গীকার করেন, তিনি সবাইকে নিয়ে সমন্বিত ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।    


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭