ইনসাইড হেলথ

হৃদরোগ নিয়ে রোজা রাখা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2018


Thumbnail

হৃদরোগীদের বেলায় রোজা রাখার কোনো নিষেধ নাই। রোগীদের বিভিন্ন প্রকার হৃদরোগ থাকে অর্থাৎ হৃদরোগ সবার একরকম হয়না, আলাদা ধরন থাকে। সবচেয়ে ভালো হয় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে। সেই পরামর্শ অনুযায়ী সিরিয়াস হৃদরোগ না থাকলে ওষুধপথ্য খেয়ে নিয়ন্ত্রণ করা যায়, তাতে কোনো নিষেধ নাই। এই অবস্থায় রোগী অবশ্যই রোজা থাকতে পারবেন।

যেই ওষুধগুলো দিনের বেলায় খেতে হয় সেগুলো রাতেই অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যেই ওষুধগুলো দুইবেলা খান সেগুলো সহজেই ইফতার এবং সেহেরিতে মিলিয়ে খাওয়া যায়। তিনবেলা খাওয়া ওষুধগুলো সন্ধ্যায় ইফতারে, রাতে শোওয়ার সময় এবং সেহেরি রাতে খেয়ে নিতে হবে। এভাবে ভাগ ভাগ করে ওষুধের রুটিন ঠিক করে নিতে হবে।

তবে একটা জিনিসে সবারই বিভ্রান্তি থাকে যে, হৃদরোগে একটা অ্যানজাইনাল পেইন হয়। এতে হয়তো বুকে ব্যথা উঠতে পারে। যাদের এই অ্যানজাইনাল পেইন হয় তারা জিহবার নিচে স্প্রে দেয়। যদি দিনের বেলায় এরকম ব্যথা হয়, তাহলে সে তখনই সেই স্প্রে দিতে পারে। এতে রোজার কোনো ক্ষতি হবেনা। সুতরাং এগুলো খেয়াল রেখে হৃদরোগীরো রোজা থাকতে পারবে।

পরামর্শ দিয়েছেন: এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭