ইনসাইড গ্রাউন্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এবি ডি ভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2018


Thumbnail

সবাইকে অবাক করে দিয়ে এবি ডি ভিলিয়ার্স ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিজেকে গুঁটিয়ে নিলেন। ৩৪ বছর বয়সী এই বিধ্বংসী ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

অবসর প্রসঙ্গে এবি জানান ‘আমি অনেক ক্লান্ত, আমার আর সেই শক্তি নেই। তাই আমি আন্তর্জাতিক সব ক্রিকেট থেকে নিজেকে গুঁটিয়ে নিতে চাচ্ছি।`

এখন পর্যন্ত ভিলিয়ার্স ১১৪টি  টেস্ট খেলেছে। এছাড়া সীমিত ওভারের ম্যাচ খেলেছেন ২২৮টি ম্যাচ। ক্রিকেটের আধুনিক সংস্করণ টি২০ খেলেছেন ৭৮টি ।

বিশ্বকাপের প্রায় এক বছর আগেই তিনি এই অবসরের ঘোষণা দিলেন। বিশ্বকাপের আগে অবসর নেয়ায় ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। যেখানে ধোনি এখনও খেলছেন, সেখানে ভিলিয়ার্সের মত মারমুখী ব্যাটসম্যান কেনই বা অবসর নিলেন?

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭