ইনসাইড বাংলাদেশ

‘শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ‘এক লাখ রোহিঙ্গাকে শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে। সেখানে তারা থাকার আরেকটু ভালো পরিবেশ পাবে।’

বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী তাঁকে একথা জানান। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বৈঠকে তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে নারী উন্নয়ন এবং মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করেছেন।

ইউএনএফপিএ’র কর্মকর্তাকে প্রধানমন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছে। কারণ বাংলাদেশের জনগণেরও এ ধরনের শরণার্থী হওয়ার অভিজ্ঞতা আছে।

নাটালিয়া রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করায় এবং নারীর ক্ষমতায়নে অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।


বাংলা ইনসাইডার/ আরকে/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭