ইনসাইড বাংলাদেশ

হজযাত্রীরা বাড়তি এক হাজার ডলার নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2018


Thumbnail

বাংলাদেশ থেকে সৌদি আরবে এবছর যারা হজ করতে যাবেন, তারা প্রত্যেকেই হজের সার্বিক খরচ ছাড়াও অতিরিক্ত আরও একহাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

২৩ মে বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট একলাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন সাত হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একলাখ ২০ হাজার জন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭