ইনসাইড ইকোনমি

আজওয়া-আম্বার খেজুরে কেজি প্রতি লাভ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/05/2018


Thumbnail

বাজারে এক কেজি খেজুর বিক্রি করে ব্যবসায়ীরা সাধারণত লাভ করেন ২০ থেকে ৩০ টাকা। তবে এই রমজানে সৌদি আরব থেকে আনা এক কেজি খেজুর বিক্রিতে হাজার টাকার বেশি লাভ করার নজীরবিহীন ঘটনা ঘটিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে ,চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা পাইকারি ব্যবসায়ীদের কাছে আজওয়া খেজুর প্রতি কেজি এক হাজার ছয়শ’ টাকায় বিক্রি করছেন।

মুনাফা লোভী ব্যবসায়ীরা এই খেজুর প্যাকেটজাত করে ঢাকা, চট্টগ্রামসহ বড় কয়েকটি শহরের অভিজাত দোকানে প্রতি কেজি দুই হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সৌদি আরবের আম্বার খেজুর আমদানিকারকরা বিক্রি করছেন এক হাজার পাঁচশ’ টাকায়। আর তা বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার ৭৫০ টাকায়।

এ ব্যাপারে খেজুর আমদানিকারক ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন, ‘পাইকারি ও খুচরা দামের পার্থক্য ১০০-২০০ টাকার বেশি হওয়ার কথা নয়। হিমাগারে সংরক্ষণ, পরিবহন ও প্যাকেটজাতের খরচ হিসাব করেও খুচরা দাম এতো বেশি হওয়া স্বাভাবিক ঘটনা নয়।’

বাংলা ইনসাইডার/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭