ইনসাইড হেলথ

আলসার রোগীর রোজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/05/2018


Thumbnail

পেপটিক আলসার হলো পেটের এক ধরনের ঘা। অনেকদিন ধরে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগা রোগীদের রোজা রাখায় কোনো নিষেধ নেই। এই ধরনের রোগীরা হয়তো ভয় পায় যে রোজা থাকলে সারাদিন না খেয়ে থাকতে হবে। এতে করে গ্যাস্ট্রিক বাড়বে, আলসার বাড়বে। আসলে এই ধারণা ঠিক নয়।

আজকাল এজন্য অনেকগুলো ওষুধ পাওয়া যায় যেগুলো একবার বা দুইবার খেলে চব্বিশ ঘণ্টা রোগীর পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি নিয়ন্ত্রণে থাকে কোনো সমস্যা ছাড়াই। তাদের বেলায় খাওয়া-দাওয়া একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। ঝাল এবং টকজাতীয় খাবার তারা এড়িয়ে চলবে। অতিরিক্ত খাওয়া-দাওয়া করা যাবেনা।

অর্থাৎ গ্যাস্ট্রিক, পেপটিক আলসারের রোগীরাও যদি পরিমিত খায়, ওষুধপথ্য নিয়মিত ব্যবহার করে তাদের রোজা থাকায় কোনো সমস্যা বা নিষেধাজ্ঞা নেই।

পরামর্শ দিয়েছেন: এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন।


বাংলা ইনসাইডার/এসএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭