প্রেস ইনসাইড

ওয়েজবোর্ডের দাবি: সাংবাদিকদের কলম বিরতি শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2017


Thumbnail

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে রবিবার থেকে গণমাধ্যম কর্মীদের ৩ ঘণ্টার কলম বিরতি শুরু হবে। আগামীকাল ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করবে। এটি চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল গত ১২ মার্চ রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে এই কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া নবম ওয়েজবোর্ড গঠনের দাবি ও সংবাদপত্র ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আগামীকাল সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হবে।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক মতবিনিময় সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

২১ মার্চের মধ্যে ওয়েজবোর্ড গঠনের দাবি না মানলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার কর্মসূচি পালন করা হবে।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭