ইনসাইড গ্রাউন্ড

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি-সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/05/2018


Thumbnail

দেশসেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। সবার চোখের মণি, ভালোবাসা। মাঠের ক্রিকেটের লড়াই ছাড়িয়ে তাঁরা দুজন এবার রাজনীতির মাঠে।

আগামী সংসদ নির্বাচনে লড়বেন দেশসেরা এই দুই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজ মঙ্গলবার দুপুরে, শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী। তবে মাশরাফি নড়াইল কোন আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তা তিনি বলেননি। মাশরাফির বাড়ি নড়াইল-১ আসনে।

মন্ত্রী বলেন, `কোন দল থেকে তা তো বলিনি, আপনারাও কোনো দল ধরে নেবেন না।` মন্ত্রী আরও বলেন, `মাশরাফি ও সাকিব ভালো মানুষ। দেশের জন্য তাদের অবদান অনেক। তারা যে দলের প্রার্থীই হোন না কেন সবাই তাদের ভোট দেবেন।`

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, `বিএনপি থেকে দাঁড়ালেও আপনারা মাশরাফিকে ভোট দেবেন। তিনি ভালো মানুষ।`

নড়াইল থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মোর্তজা। সংসদ নির্বাচনে  অংশ নেবেন সাকিব আল হাসানও। তবে, তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, নিশ্চিত করে জানাননি পরিকল্পনামন্ত্রী।


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭