ইনসাইড ক্যারিয়ার

সারাদশে প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ জুনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2018


Thumbnail

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। আসছে জুনের শেষের দিকে এই  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে (ডিপিই) থেকে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ আওতাভুক্ত সরকারি রাজস্ব খাত থেকে এসব শিক্ষক নিয়োগ দেয়া হবে।

ডিপিই সূত্র জানায়, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৪ হাজার ৮২০টি রয়েছে। যেখানে ২০  হাজারেরও বেশি সহকারি শিক্ষকের পদ শুন্য রয়েছে।  এমন অবস্থায়  এসব শূন্য পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।  

এছাড়া বর্তমানে চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।এ কার্যক্রম আগামী মে মাসের মধ্যে লিখিত ও জুলাইয়ের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭