ইনসাইড বাংলাদেশ

শপথ নিলেন ১৮ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2018


Thumbnail

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় জাজেস লাউঞ্জে একে একে সব বিচারপতিকে শপথ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

বুধবার দুই বছরের জন্য ১৮ বিচারককে নিয়োগ দেয় সরকার। বিচারপতিরা হলেন: ১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সাবেক জেলা জজ মো. আবু আহমেদ জমাদার, ২. আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ, পিআরএল ভোগরত) মো. মোস্তাফিজুর রহমান, ৩. নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ৪. ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ৫. ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ৬. ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ৭. সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আবদুল মবিন, ৮. ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ৯. ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, ১০. সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, ১১. সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, ১২. সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, ১৩. সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, ১৪. ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ১৫. সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ১৬. ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ১৭, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও ১৮. সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭