ইনসাইড ক্যারিয়ার

ঈদের আগেই ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/06/2018


Thumbnail

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল ঈদুল ফিতরের আগেই প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

পিএসসি’র চেয়ারম্যান জানান, ৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের জন্য কিছু আনুষ্ঠিকতা রয়েছে; যা চলমান রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ ফলাফল প্রকাশ করা হবে। যদি তা সম্ভব না হয় তাহলে ঈদের ছুটির পরপরই প্রকাশ করা হবে।

জানা গেছে, গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ২৩ মে। ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় । এ পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭