ইনসাইড গ্রাউন্ড

এক বাংলাদেশি মেয়ের ফুটবলের প্রতি ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2018


Thumbnail

বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বাংলাদেশ। বিশ্বকাপের উন্মাদনায় বরাবরই এগিয়ে থাকে ছেলেরা। তবে মেয়েরাও পিছিয়ে নেই। আর ক্লাব ফুটবলের বদৌলতে দিন দিন ফুটবল বেশ জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশের মেয়েদের মধ্যেও। এবার বিশ্বকাপকে সামনে রেখে এক অদ্ভুত কাজ করলেন বাংলাদেশের খুলনার মেয়ে সাদিয়া তানজীম রোদসী।

নিজ বাসার সামনে বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ দলের পতাকা টানিয়েছেন তিনি। তবে সবচেয়ে অবাক করা বিষয়- ৩২টি দেশের পতাকার মধ্যে ২৪টি দেশের পতাকাই নিজের হাতে বানিয়েছেন। সাদিয়া খুলনার বি এল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। এক প্রশ্নের উত্তরে বাংলা ইনসাইডারকে তিনি জানান, ‘ খুলনার কোথাও বাকি দেশের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তাই নিজ হাতেই ২৪ টি দেশের পতাকা বানিয়ে ফেলেছি’।

বিশ্বকাপের আমেজকে কেন্দ্র করে নিজ বাড়ি থেকে শুরু করে পাড়া মহল্লা প্রিয় দলের পতাকা দিয়ে সাজিয়ে যাচ্ছে। কেউ বা জার্সি কিনে প্রিয় দলের সঙ্গেও একাত্মতা প্রকাশ করছে। মেয়েরাও যে বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে নেই, সাদিয়া তাঁর প্রমাণ।

রাশিয়া বিশ্বকাপে কোন দলের জন্য গলা ফাটাবেন জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি বাসার সবাই আর্জেন্টিনা সমর্থন করে। সেই থেকে আমিও আর্জেন্টিনা দলের সমর্থক।‘

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭