ওয়ার্ল্ড ইনসাইড

কোরিয়ায় যুদ্ধ -যুদ্ধ খেলা বন্ধ হবে এবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ায় সঙ্গে মার্কিনীদের যৌথ সামরিক মহড়া বন্ধের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, ‘এই ‘যুদ্ধ-যুদ্ধ খেলা’ প্ররোচনামূলক এবং শান্তিবিনষ্টকারী। তাই সিউল-ওয়াশিংটন যৌথ সামরিক মহড়া বন্ধ করা হবে’। পাশাপাশি সেনা প্রত্যাহারেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়া শুরু থেকেই বলে আসছিল তারা চায় যুক্তরাষ্ট্র- দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া বন্ধ হোক। বৈঠকে ট্রাম্প-কিমের এ বিষয়ে আলোচনা হয়েছে।

কিম জং উন বলেন, ‘দুই দেশের পারস্পারিক সামরিক তৎপরতা বন্ধ করা খুবই জরুরি’।

বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প স্বভাবসুলভ নাটকীয় ভঙ্গিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা আসলেই একটি দারুণ বৈঠক করেছি। এটি আসলেই অত্যন্ত ইতিবাচক।‘

উত্তর কোরিয়ার জাতীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ।

তারা আরও জানিয়েছে, কিম জং উন প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে পিয়ং ইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও তা গ্রহণ করেছেন।

এর আগে ট্রাম্প জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে উত্তর কোরিয়ার প্রাপ্তির কোনো সীমা থাকবে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বৈঠক আয়োজন করার জন্য সিঙ্গাপুরকে ধন্যবাদ জানান দুই নেতা। বৈঠক শেষে গতকাল মঙ্গলবারই সিঙ্গাপুর ত্যাগ করেছেন তারা।

গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের কাপেলা হোটেলে ট্রাম্প-কিম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে নতুন যুগের সুচনা হলো বলে মন্তব্য করেছে দুদেশই।


সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/ এএইচসি/ জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭