ইনসাইড বাংলাদেশ

প্রবাসীদের রেমিট্যান্সে কোনো কর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কোনো ভ্যাট বা কর বসানো হয়নি। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। প্রবাসীদের রেমিট্যান্সে কর বসানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যকে অপপ্রচার আখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভ্যাট বা কর বসানো হচ্ছে বলে যে অপপ্রচার করা হচ্ছে সেই তথ্য সঠিক নয়।’


জাতীয় রাজস্ব বোর্ড থেকে জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়েছে।

গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করার পর সামাজিক মাধ্যমে প্রবাসীদের রেমিট্যান্সে ভ্যাট ও কর বসানো হয়েছে এ সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়ে।

বাংলা ইনসাইডার/ এসএইচটি/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭