ইনসাইড বাংলাদেশ

জনপ্রতি ১০ টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

ঈদে স্বজনদের সান্নিধ্য পাওয়ার আশায় নাড়ির টানে বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। ঘরমুখো যাত্রীদের একটা বড় অংশ ট্রেনের যাত্রী। ট্রেনযাত্রায়ও ভগান্তির শেষ নেই। নতুন আর একটি চিত্র হল ট্রেন স্টেশনে থামার সঙ্গে সঙ্গে ট্রেনের ছাদে মই লাগানো এবং মই দিয়ে নামানোর পর একজন যাত্রীর কাছ থেকে ১০ টাকা করে আদায় করা।

ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে প্রতিদিন পাবনার চাটমোহর স্টেশনে এসে নামছেন অসংখ্য যাত্রী। শুধু চাটমোহরেরই নয় পাবনা, আটঘরিয়া, বড়াইগ্রামসহ অন্যান্য উপজেলার ঈদে ঘরমুখো মানুষগুলা আসছে ট্রেনে। ট্রেন স্টেশনে থামার সঙ্গে সঙ্গে ট্রেনের ছাদে মই লাগানো হয়। মই দিয়ে নামানোর পর একজন যাত্রীর কাছ থেকে ১০ টাকা আদায় করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চুপ। 

চাটমোহর স্টেশনের মাস্টার মাসুদ আলী গণমাধ্যমকে বলেন, যাত্রী ছাদে উঠছে কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে আর তার ওখানে কেবল নামছে। এ ব্যাপারে তার কিছুই করার নাই।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭