ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি’র দেশে বসেও নালিশ, বিদেশে গেলেও নালিশ’    

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

বিএনপি ভারতে গিয়েছে নালিশ করতে। দেশে বসেও নালিশ, বিদেশে গেলেও নালিশ। কথায় কথায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে নালিশ জানানো দেশের জন্য শুভ নয়। বিদেশে নালিশ জানানো কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় নয়।’  

বুধবার দুপুরে রাজধানী ঢাকার গাবতলীতে বাস টার্মিনাল পরিদর্শনে এসে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি নেতাদের ভারত সফরকে ইঙ্গিত করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রতিক্রিয়া জানান।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো ক্ষমতার জন্য ভারতের কাছে যাইনি। আমরা ভারতের কাছে তিস্তার কথা বলেছি, রোহিঙ্গা সমস্যা ও আমাদের জাতীয় স্বার্থের কথা বলেছি। তারা (বিএনপি) জাতীয় স্বার্থ নিয়ে কি কোনো কথা বলেছে?   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশের জনগণ যে রায় দেবে, আগামীতে সেই ক্ষমতায় আসবে। এখানে ভারত কি আমাদের দেশের জনগণকে প্রভাবিত করবে? বাংলাদেশের বিদেশি শক্তির নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আমার জানা মতে ভারত এযাবৎ কখনও হস্তক্ষেপ করেনি।’

সম্প্রতি বিএনপি’র আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবীর ভারত সফর করে এসেছেন। ভারত সফর শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ভারতের ভূমিকা যদি দৃশ্যমান হয় তাহলে সেটা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭