ইনসাইড বাংলাদেশ

ট্রেন যাত্রীদের বিদায় জানালেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শেকড়ের টানে গ্রামে ফিরে যাচ্ছেন রাজধানীবাসী। কমলাপুর রেলস্টেশনে এবার ঘরফেরা মানুষদের উপচে পরা ভিড়। সেখানেই উপস্থিত হয়ে ঘরফেরা এই মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। 

মুজিবুল হক এ সময় বলেন, ‘ট্রেনের আজ যত উন্নয়ন হয়েছে, এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ আপনারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কার জন্য? এটা কার অবদান? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’

রেলমন্ত্রী আরও বলেন, একটি ট্রেন (সুন্দরবন) ছাড়া সব ট্রেন সময় মতো ছেড়েছে। ট্রেন যাত্রায় এখন কোনো ভোগান্তি নেই। আগামী বছরে আরও উন্নত সেবা পাবেন যাত্রীরা। কোনো টিকিট সঙ্কটও থাকবে না। এজন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭