ওয়ার্ল্ড ইনসাইড

হাতিদের ফুটবল ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

ফুটবল খেলা চলছে। কারও গায়ে ব্রাজিলের পতাকা আঁকা। কারও গায়ে আর্জেন্টিরা। এর বাইরেও দল আছে। চার পায়ে দ্রুত গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছে খোলায়াড়। শুড় দিয়ে বল ছুঁড়ছে গোলবার লক্ষ্য করে। 

এভাবেই থাইল্যান্ডে ফুটবল ম্যাচ খেলল একদল হাতি। ফুটবল বিশ্বকাপকে ঘিরে বেআইনি বেটিং এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এই ম্যাচটির আয়োজন করা হয় থাইল্যান্ডের প্রাচীন রাজধানী আয়ুথায়ায়। এতে অংশগ্রহণ করে ৯টি হাতি। রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৯টি দেশের পতাকা আঁকা ছিল এদের গায়ে। স্থানীয় একটি স্কুলের বাচ্চারাও ঐ খেলায় অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বেআইনি বেটিং প্রতিরোধ করে আমাদের উচিৎ ফুটবলকে উপভোগ করা এবং একে শুধুমাত্র একটি খেলা হিসেবেই দেখা।

বাংলা ইনসাইডার/ এএইচসি/ জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭