কালার ইনসাইড

শুরু হচ্ছে ‘সারেগামাপা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2018


Thumbnail

সংগীত প্রতিযোগিতার অন্যতম বড় আসর ‘সারেগামাপা’। দুই বাংলার জনপ্রিয় এই অনুষ্ঠানটির সিজন ৯ শুরু হতে যাচ্ছে। এমন ঘোষণা দিয়েছে এর সম্প্রচারক জি বাংলা।

প্রতি সিজনে সারেগামাপা’র প্রতিযোগিতায় কিছু না কিছু বৈচিত্র্য থাকে। অনুষ্ঠানের কাঠামো, বিচারক, অতিথি, প্রতিযোগীদের ধরণ সবকিছুতেই থাকে পরিবর্তনের ছাপ। এবারের সিজনেও তার ব্যত্যয় ঘটছে না।

এবারের সিজনে বিচারকদের আসনে বেশ কিছু পরিবর্তন থাকতে পড়ে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে প্রতিযোগিতার প্রধান বিচারক কুমার শানু এবারো থাকছেন। তাঁর সঙ্গে থাকা গত সিজনের বিচারক জীৎ গাঙ্গুলি, শান্তনু মৈত্র ও পলক মুচালের জায়গায় বেশ কিছু চমক থাকতে পারে।

এদিকে গত তিন সিজনে উপস্থাপকের দায়িত্বে থাকা যিশু সেনগুপ্তকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর তাঁর ব্যস্ত কর্মসূচী রয়েছে। এছাড়া গতকাল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়েছে বলে জানা যায়।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে জী বাংলায় দেখা যাবে অনুষ্ঠানটি।

বাংলা ইনসাইডার/ এইচপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭