ওয়ার্ল্ড ইনসাইড

নতুন ভিসা চালু করবে ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

নতুন করে বিজনেস ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ‘টিয়ার ওয়ান স্টার্ট-আপ’ নামের এই বিজনেস ভিসার মাধ্যমে ইউরোপের বাইরের দেশের নাগরিকরা ব্রিটেনে আসতে পারবেন। এজন্য ভিসা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির সুপারিশে এই ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী বছরের মার্চ থেকে এই নতুন ভিসার জন্য আবেদন করা যাবে বলে জানা গেছে।

ব্রিটেনের হোম সেক্রেটারি সাজিদ জাবিদ বলেন, ‘মেধাবী ও প্রকৃত ব্যবসায়ীদের আকৃষ্ট করতেই নতুন এই ভিসা চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্রিটেনের অর্থনীতি লাভবান হবে বলে আশাবাদী আমরা।’

ব্রিটিশ সরকারের লক্ষ্য এই ভিসার অধীনে অন্তত দুই হাজার তরুণ উদ্যোক্তা ও মেধাবী ব্যবসায়ীকে ব্রিটেনে বসবাসের সুযোগ করে দেওয়া। বিশেষ করে আইটি খাতের উদ্যোক্তাদের এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

বাংলা ইনসাইডার/ এএইচসি/জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭