ইনসাইড গ্রাউন্ড

ম্যাড়ম্যাড়ে উদ্বোধনী ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

আজ রাতে মুখোমুখি হচ্ছে রাশিয়া ও সৌদি আরব।  বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনোই ছোট দলগুলো দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয়নি। যার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ঝলকানি ও আতশবাজি ফোটানোর পরও প্রথম ম্যাচেই অনেকটা জৌলুস হারাচ্ছে রাশিয়া বিশ্বকাপ।

২০১৪ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ২০১০ সালে প্রথম দিনেই খেলা ছিল দুইটি। প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকা মুখোমুখি হয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে। পরবর্তী ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই দল উরুগুয়ে ও ফ্রান্স। ২০০৬ সালেও হয়েছিল দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিলো কোস্টারিকা। দ্বিতীয় ম্যাচে পোল্যান্ড ও ইকুয়েডরের মধ্যে খেলা হয়।

তাই আগের বিশ্বকাপের তুলনায় রাশিয়া বিশ্বকাপে প্রথমেই ছোট দুইদলের খেলা হওয়াতে কিছুটা উত্তেজনা কম। তবে এটা নিশ্চিত আগামীকাল থেকে শুরু হবে পুরো বিশ্বকাপের উত্তেজনা। কেননা আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। এছাড়া রয়েছে সালাহর মিশরের সঙ্গে উরুগুয়ের ম্যাচও। মরক্কো ও ইরান মুখোমুখি হবে দিনের শেষ ম্যাচে।  

বাংলা ইনসাইডার/এসএকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭