ইনসাইড গ্রাউন্ড

যেভাবে বিশ্বকাপে টিকেট পেল রাশিয়া ও সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া ও আরব কিং সৌদি আরব। স্বাগতিক দেশ হিসেবে রাশিয়া সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেয়। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী যেই দেশ বিশ্বকাপ আয়োজন করে তাদেরকে বিশ্বকাপের আগে বাছাই পর্ব খেলতে হয়না। তাঁরা বাছাইপর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। কিন্তু সৌদি আরবের বিশ্বকাপের যাত্রা খুব সহজ ছিল না। এশিয়ান কনফেডারেশনে অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ম্যাচ খেলে বিশ্বকাপের টিকেট পায় সৌদি আরব।

বাছাই পর্ব

বাছাই পর্বের আগে ১২ টি দলকে ৬টি ভাগে ভাগ করা হয়। এই ভাগকে বলা হয় পট। এই পট থেকে দল গুলো নিয়ে দুইটি গ্রুপ করা হয়। গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’। গ্রুপ ‘বি’ তে পড়ে সৌদি আরব।

সৌদি আরবের প্রতিপক্ষ ছিল জাপান, অস্ট্রেলিয়া, দুবাই, ইরাক ও থাইল্যান্ড। সৌদি আরব ৫ টি দেশের সঙ্গে হোম ও এওয়ে মিলিয়ে ১০টি ম্যাচ খেলে। এই ১০ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জয় লাভ করে সৌদি। হেরেছে তিনটি ম্যাচে এবং ড্র করেছে ১ টি ম্যাচে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সৌদি। ২০ পয়েন্ট নিয়ে প্রথম হয় জাপান।

সৌদি আরব ২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে। সৌদি আরবের প্রতিপক্ষ রাশিয়া, উরুগুয়ে ও মিশর।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭