ইনসাইড বাংলাদেশ

কবে থেকে আমরা ব্রাজিল-আর্জেন্টিনা পাগল হলাম?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

আর মাত্র কয়েক ঘন্টা পর রাশিয়ায় পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে এদেশের মানুষের উন্মাদনার সীমা নেই। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ছেয়ে গেছে বিভিন্ন দেশের পতাকায়। এদেশে স্পেন, ফ্রান্স, জার্মানির সমর্থক থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই যে বেশি তা আমরা সবাই জানি। কিন্তু এই দুটি দেশকে নিয়ে কেন এত উন্মাদনা?

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যাপক উম্মাদনার শুরুটা ১৯৮৬ থেকে। কারণ এদেশে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখানো হয় শুরু হয় তখন থেকেই। শুধুমাত্র নকআউট পর্বের খেলাগুলোই দেখানো হত তখন। ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার জনপ্রিয়তা তখন বিশ্বজুড়েই। বাংলাদেশেও তার ব্যতিক্রম ঘটল না। আর ব্রাজিলের ‘সুন্দর ফুটবল’ও আকৃষ্ট করল এদেশের কিশোর তরুণদের। জার্মানি বা ফ্রান্সও তখন ভালো খেলতো কিন্তু ব্রাজিল অথবা আর্জেন্টিনার মতো তারকা খেলোয়াড় ছিল না। বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপ দেখানোর পর থেকে টানা পাঁচটি বিশ্বকাপ আর্জেন্টিনা ও ব্রাজিলের দাপট থাকার কারণেই মূলত এদেশে তাদের সমর্থক তৈরি হয়েছে বেশি। এই দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে প্রচুর।


বাংলা ইনসাইডার/ এএইচসি/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭