ওয়ার্ল্ড ইনসাইড

পরমাণু নিরস্ত্রীকরণে একসঙ্গে কাজ করবে তিন দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

উত্তর কোরিয়ার পরামণু নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান একসঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল বুধবার তিন দেশের শীর্ষ কূটনীতিকরা একথা জানান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে, জাপানি পররাষ্ট্রমন্ত্রী তাঁরা কোনো ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কুং হোয়া দু্ই দিনের বৈঠকে অংশ নিয়েছেন। ওই বৈঠকে পম্পে বলেন, ‘পিয়ংইয়ংয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ সহজ হবে না’।

এদিকে বিবিসি জানিয়েছে, নথিতে পিয়ংইয়ং কখন-কীভাবে অস্ত্র ত্যাগ করবে তা নিয়ে বিস্তারিত কিছু না থাকায় সমালোচনার মুখে পড়েছে।

পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের শর্তে উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে সমঝোতার যৌথ ঘোষণায় সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।


বাংলা ইনসাইডার/ বিপি/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭