ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ দেখা যাবে কোন চ্যানেলে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

আর মাত্র কয়েক ঘন্টা পরেই শেষ হবে অপেক্ষার পালা। এরপরেই শুরু হবে `গ্রেটেস্ট শো অন দ্য আর্থ` ফিফা ফুটবল বিশ্বকাপ। ৩২ সদস্যের অংশগ্রহনে ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে দীর্ঘ এক মাসের এই আসর।

বিশ্বকাপে বাংলাদেশ নেই। আদৌ সূদর ভবিষ্যতে কবে দেখা যাবে সেটাও নিশ্চিত করে কিচ্ছুই বলা যাচ্ছে না। তবে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহন না থাকলেও দেশের কোটি কোটি মানুষের উন্মাদনার শেষ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে মাত্র ২৯০ জন টিকেট কিনে খেলা দেঝার সুযোগ পেলেও, দেশের কোটি মানুষের ভরসা টেলিভিশনের সামনে বসে খেলা দেখা।

তাই বিশ্বকাপ শুরুর আগে সবার চিন্তা কখন, কোন চ্যানেলে খেলা দেখাবে। বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল রাশিয়া বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙ্গা টিভি এবং কিছুদিন আগে সম্প্রচার শুরু করা নাগরিক টিভি। বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে এ তিনটি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬টি ম্যাচ। গ্রুপ পর্বের ৮টি ধারণকৃত ম্যাচ পরে দেখাবে টিভিগুলো। একইসঙ্গে হওয়ার কারণে ওই ৮ ম্যাচ সরাসরি দেখানো সম্ভব হবে না।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭