ইনসাইড আর্টিকেল

রেস্টুরেন্টে সাংসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/03/2017


Thumbnail

রেস্টুরেন্টে সাংসদ
রেস্টুরেন্টে সাংসদের খাওয়া শেষ হলে তাঁর কাছে এগিয়ে এল রেস্টুরেন্টের শেফ।
জিজ্ঞেস করল, আলু-মাংসের ডিশটা কেমন লেগেছে আপনার?
কীভাবে বলি! ওই ডিশে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো।

কোথায় ব্রিজ?
দুই দেশের দুই অসৎ যোগাযোগমন্ত্রীর মধ্যে গোপন আলাপ চলছিল।
১ম দেশের যোগাযোগমন্ত্রী তাঁর দেশের একটি ব্রিজের ছবি দেখিয়ে বললেন, এটার বাজেট ছিল ২০ কোটি টাকা। কিন্তু আমি ১৫ কোটি টাকায় বানিয়ে বাকিটা হজম করেছি!
এরপর তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশের যোগাযোগমন্ত্রী একটি নদীর ছবি দেখিয়ে বললেন, এখানে ব্রিজ বানানো বাবদ বরাদ্দ ছিল ২০ কোটি টাকা।
প্রথম মন্ত্রী- ‘কোথায় ব্রিজ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।’
দ্বিতীয় মন্ত্রী মুচকি হেসে বললেন, ব্রিজ থেকে আমার আয় হয়েছে পুরো ২০ কোটি টাকা!

কটূক্তিমূলক বক্তব্য
রাজনীতিবিদদের মজলিশে বক্তব্য দিতে উঠে দাঁড়িয়েছে মজনু।
শুরুতেই সে বলল, ‘আমাকে এখানে রাজনীতিবিদদের সম্পর্কে কোনো কটূক্তি করতে নিষেধ করা হয়েছে। সুতরাং, আমি কটূক্তিমূলক বক্তব্যগুলো এড়িয়ে যাচ্ছি।’
এই বলে মজনু তার বক্তব্য লেখা কাগজগুলোর পাতা উল্টাতে শুরু করল। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে থামল এবং বলল, ‘সবাইকে ধন্যবাদ। শুভসন্ধ্যা।’

বাংলা ইনসাইডার/এমএ/এনএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭