ওয়ার্ল্ড ইনসাইড

আগস্টে ব্যাটারিচালিত বাস চালু হচ্ছে কলকাতায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

চলতি বছরের আগস্ট থেকে ভারতের কলকাতায় ব্যাটারিচালিত বাস চালু হচ্ছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী গতকাল বুধবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠানে বলেন, আগামী আগস্টের মধ্যেই ৮০টি ব্যাটারিচালিত বাস চালু করা হবে। এছাড়াও শহরের ক্যাব পরিষেবাকে ভবিষ্যতে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া নিচ্ছে রাজ্য সরকার।

শুভেন্দু আরও বলেন, ‘কলকাতায় পরিবেশ দূষণের অন্যতম কারণ হল পরিবহন। তাই এবার পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।’


বাংলা ইনসাইডার/ বিপি/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭